Personal Branding হল কিভাবে আপনি আপনার বর্তমান এবং সম্ভাব্য স্টেকহোল্ডারের কাছে নিজেকে উপস্থাপন করবেন। এটি আপনাকে স্টেকহোল্ডারদের সামনে ইতিবাচকভাবে নিজেকে উপস্থাপন করার সুযোগ করে দেয়। Personal Branding আপনাকে আপনার সামর্থ্য, প্যাশন এবং দক্ষতা তুলে ধরার সুযোগ দেয়।
মোঃ সোহান হায়দার, পেশায় সফট স্কিল ট্রেইনার, Smartifier Academy -এর প্রতিষ্ঠাতা এবং সিইও, যার মূল কাজ মেটা লার্নিং স্কিল নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন তাকে সাইকোলজি, নিউরোসায়েন্স, এবং স্টোরিটেলিং তিন বিষয় মিশিয়েই কাজ করতে হয়। সে হিসেবে আবার সাফল্যের অঙ্কের উত্তর মিলে যাচ্ছে।
YWCA, আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের মেট ফিল্ম স্কুল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করেছেন। মালয়েশিয়া থেকে ‘Certified NLP Practitioner’ কোর্স করেছেন। এ পর্যন্ত ৩০টি অনলাইন কোর্স করেছেন। ডিজিটাল মার্কেটার হিসেবে ২টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল মার্কেটিং টিমের সাথে। পড়াশোনার বাইরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে উৎসাহের কারণে গিটার বাজানো, ৫০ এর বেশি বিখ্যাত মানুষদের কণ্ঠ ইম্পারসোনেশন/মিমিক্রি করে কথা বলা বা গান করা, ১৫ টি ভিন্ন জনরার গান গাওয়া, লেখালেখি এবং বিভিন্ন সফটওয়্যার যেমন Adobe Premier Pro, Illustrator, After Effects, Photoshop, Audition শিখেছেন। এর মধ্যে বেশিরভাগই কোন প্রশিক্ষণ ছাড়া। ভালোবাসেন প্রতিদিন নিজের ও অন্যদের স্কিলগুলোকে এগিয়ে নিতে। নিজের কোম্পানি স্মার্টিফায়ার একাডেমি থেকে ৪০০০ এরও বেশি মানুষকে ট্রেইনিং দিয়েছেন, অনলাইনে ৩০০+ ভিডিও বানিয়েছেন। স্মার্ট ক্যারিয়ার, পার্সোনাল ব্র্যান্ডিং, টাইম মেশিন – এখন পর্যন্ত এই তিনটি বই লিখেছেন। Link: https://www.rokomari.com/book/author/80481/md–sohan-haydar
তরুণ শিক্ষার্থী ও ইয়ং প্রফেশনাল দের কথা মাথায় রেখেই YSSE Academy’র নতুন এই আয়োজন।
রেজিস্টার করুনঃ https://forms.gle/bgc7TRb2jp4Gh9Fy5
[Read the description Carefully]
Event Link: https://fb.me/e/LhMW0ukM
Follow this link below for the Paid Certification
https://forms.gle/dar2oiqxHE768KZ17
Deadline: 07th May 2021 @ 11.59 PM